পরিবেশ দূষণ রুখতে বসল অত্যাধুনিক মেশিন, উদ্বোধনে মহকুমা শাসক
State-of-the-art machines were installed to prevent environmental pollution, the sub-divisional governor inaugurated

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ক্যারিবাগ সহ প্লাস্টিকের বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস আটকাতে নতুন উদ্যোগ নদীয়ার রানাঘাট মহকুমা প্রশাসনের। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাট ও শান্তিপুর পুরসভায় ৪ টি ও রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে একটি মিলিয়ে মোট ৫ টি কাপড়ের ব্যাগ তৈরির মেশিন বসল রানাঘাট মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক, রৌনক আগরওয়াল।
যদিও এ প্রসঙ্গে প্রশাসনের তরফে জানানো হয়, ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই এখনই আটকানো সম্ভব নয়। তাই যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহারে বিরত থাকা এবং যত প্লাস্টিক কম ব্যবহার করা যায় সেই লক্ষ্যে এই মেশিনগুলি গোটা রাজ্যের সর্বস্তরেই বসানো হবে। তাতে করে যেমন পরিবেশ দূষণ আটকানো সম্ভব হবে, অন্যদিকে ধীরে ধীরে প্লাস্টিক বর্জন করা যাবে।