ভারত-পাকিস্তান উত্তেজনায় কাঁকসায় বায়ুসেনার ছাউনিতে বিশেষ বৈঠক
Special meeting held at Air Force camp in Kankasa amid India-Pakistan tensions

Truth Of Bengal: ভারত-পাকিস্তান বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলোতে শুরু হয়েছে উচ্চমাত্রার সতর্কতা এবং প্রস্তুতির প্রক্রিয়া। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদতের অভিযোগ ওঠার পর, ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’, যেখানে ধ্বংস করা হয় ৯টি জঙ্গি ঘাঁটি এবং নিহত হয় প্রায় ১০০ জন জঙ্গি। পাল্টা প্রতিক্রিয়ায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে।
এই প্রেক্ষাপটে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বায়ুসেনার ছাউনির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বায়ুসেনার আধিকারিক, পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা ও সাধারণ মানুষ।পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, বায়ুসেনা পঞ্চায়েত কর্মীদের সতর্ক থাকতে বলেছে এবং প্রয়োজনে রাত জেগে টহল দেওয়ার নির্দেশ দিয়েছে। সন্দেহজনক কেউ চোখে পড়লে রিপোর্ট করার জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া হয়েছে। নতুন ভাড়াটেদের বিষয়ে বাড়ি মালিকদের তথ্য যাচাই করে তবেই ঘর ভাড়া দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, পূর্বে কাঁকসার দুটি অঞ্চল থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাছাড়া পানাগড়ে রয়েছে বায়ুসেনা ও স্থলসেনার ছাউনি, যা এলাকাটিকে করে তুলেছে স্পর্শকাতর। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও, পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার ও প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পঞ্চায়েত কর্মীদের মাধ্যমে জনগণকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে—যাতে বিপদের সময় মানুষ যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।