রাজ্যের খবর

স্বাস্থ্য বিষয়ক অভিযোগের জন্য বিশেষ সেল, রোগী কল্যাণ সমিতি নিয়েও বড় ঘোষণা রাজ্যের

Special cell for health related complaints, big announcement regarding patient welfare society in the state

Truth Of Bengal: স্বাস্থ্য বিষয়ক অভিযোগ জানানোর জন্য বিশেষ সেল তৈরী করল রাজ্য। রাজ্যভিত্তিক ৭ সদস্যের বিশেষ সেল গঠন করা হয়েছে। এই সেলের দায়িত্বে থাকছেন ডক্টর সৌরভ দত্ত। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। পাশাপাশি রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠনের নির্দেশিকাও জারি করা হল। সাতজন সদস্য নিয়ে রোগী কল্যাণ সমিতি তৈরি হবে। সমিতিতে থাকবেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় প্রথমে রয়েছে। স্বরাষ্ট্রদপ্তর তাঁর নির্দেশকে অগ্রাধিকার দিয়েছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে নেতৃত্বে রেখে, একটি ৭ সদস্যের বিশেষ সিকিওরিটি অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হল, প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা পুনরায় খতিয়ে দেখা এবং ‘মারাত্মক’ বলে চিহ্নিত এলাকাগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা। প্রতিটি ঘটনার মূল্যায়ণ করা এবং হাসপাতালের কর্মীদের মধ্যে নিরাপত্তা ও সেলফ সিকিওরিটি বাড়ানোর ব্যবস্থা করা হবে।

কলকাতা পুলিশের আওতায় আসা ৫টি মেডিক্যাল কলেজ এবং জেলায় অবস্থিত বাকি ২৩টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা জেলাশাসকের নেতৃত্বে খতিয়ে দেখা হবে। এই পরিকল্পনায় জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা, মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপাল ও উপাধ্যক্ষরা যুক্ত থাকবেন। সরকারি আদেশনামা অনুযায়ী, নতুন কমিটিতে যুগ্ম কমিশনার কর্নেল নভেন্দর পাল সিং, ডিআইজি জয় বিশ্বাস, ডেপুটি কমিশনার পুষ্পা এবং আরও তিনজন থাকবেন।

সুপ্রিম কোর্টের শুনানির পর, জুনিয়র চিকিৎসকরা জিবি বৈঠক করে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন। তাঁরা বলেন, রাজ্য সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও তা সুনিশ্চিত করেনি। সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনাকে উল্লেখ করে তাঁরা পূর্ণ কর্মবিরতির ডাক দেন। এই পরিস্থিতিতে, রাজ্য সরকার নিরাপত্তার জন্য একটি অডিট কমিটি গঠন করে।

Related Articles