রাজনীতিরাজ্যের খবর

প্রচারে গিয়ে তৃণমূলের ‘চোখ উপড়ে’ নেওয়ার হুমকি সৌমিত্র খাঁ-র

Soumitra Khan threatened to 'pull out the eyes' of Trinamool while campaigning

The Truth Of Bengal: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁর নাম ঘোষনা হতেই ময়দানে নেমে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তিনি । এদিন তিনি জয়পুর ব্লকের ময়নাপুর এলাকায় নির্বাচনী প্রচারের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি পথসভা করেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ । পাল্টা সৌমিত্র খাঁকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল ।

তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেন , তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে আসে তাহলে চোখ উপরে নেওয়ার ক্ষমতা আমি রাখি । সৌমিত্র খাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যকে সমর্থন করেন তিনি । এই নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল বলেন , সৌমিত্র খাঁ চোখ উপড়ে নেব মাথা কেটে দেব কান কেটে দেব এইরকম দীর্ঘদিন ঘরে আমাকে অত্যাচার করত তাই আমি বেরিয়ে এসেছি ।

দীর্ঘ দশ বছর তাকে ওই এলাকায় দেখা যায়নি এখন নির্বাচন এসছে তাই ময়নাপুরে গিয়ে ময়না সাজতে গিয়েছে কিন্তু কোন লাভ হবে না বলেই জানান তিনি ।

FREE ACCESS

Related Articles