রাজ্যের খবর

লাঙল কাঁধে কৃষক মিছিলে সামিল সৌমিত্র খাঁ, ‘কৃষকদের মেরে এখন মেকি কৃষক প্রেম দেখাতে চাইছে বিজেপি’ – কটাক্ষ তৃনমূলের

Soumitra Khan participates in farmers march with plow shoulder, 'BJP wants to show love to farmers by killing farmers' - sarcasm of Trinamool

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস : বাঁকুড়া : লাঙল কাঁধে কৃষককে মিছিলে সামিল করে কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনায় সোচ্চার সৌমিত্র খাঁ, পাল্টা বিজেপিকে কৃষক বিরোধী হিসাবে কটাক্ষ তৃনমূলের।

গত সপ্তাহে বাঁকুড়ার জয়পুরে লক্ষ্মীর ভান্ডারকে প্রচারের মূল হাতিয়ার করেছিলেন বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল। লক্ষ্মীর ভান্ডারের প্রতীক হিসাবে লক্ষ্মীর সাজে দুই তরুনীকে সাজিয়ে বাঁকুড়ার জয়পুরে মিছিল করেন সুজাতা মন্ডল। সেই মিছিলের এবার পাল্টা জয়পুরে মিছিল করল বিজেপি। তৃনমূলের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা এবার প্রচারে কৃষকদের প্রতি বঞ্চনাকে হাতিয়ার করে মাঠে নামল বিজেপি। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের কুম্ভস্থল মোড় থেকে জয়পুর বাজার পর্যন্ত রোড শো করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিলে লাঙল কাঁধে সামিল করা হয় কৃষকদের। মিছিল শেষে সৌমিত্র খাঁ জয়পুর এলাকায় সারের কালোবাজারি ও একের পর এক সমবায় বন্ধের জন্য স্পষ্টতই কাঠগোড়ায় তোলা হয় এ রাজ্যের সরকার এবং শাসক দল তৃনমূলকে। পাল্টা বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃনমূল। তৃনমূলের দাবী সারা দেশে বিজেপি কৃষক বিরোধী হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। কৃষকদের মেরে এখন মেকি কৃষক প্রেম দেখাতে চাইছে বিজেপি।

Related Articles