রাজ্যের খবর

মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান ঝাড়গ্রামের সোমতীর্থের, শুভেচ্ছা জানালেন বিধায়ক

Somathirtha from Jhargram ranks fifth in the state in Madhyamik, MLA congratulates him

Truth of Bengal: ঝাড়গ্রামের কুলটিকরী এলাকার সোমতীর্থ করণের অসাধারণ কৃতিত্ব, রাজ্যে পঞ্চম স্থান। রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন আনন্দে উচ্ছ্বসিত ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের এক পরিবার। কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোমতীর্থ করণ এবার রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯১।  বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার যোকুয়া গ্রামে হলেও ছেলেবেলা থেকেই সে থাকছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে।

সেখান থেকেই নিয়মিত পড়াশোনা ও মানসিক বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার এই অসাধারণ সাফল্যের ভিত্তি। শুধু পড়াশোনাতেই নয়, গান, কবিতা আবৃতি, ছবি আঁকা ও বিভিন্ন ধরনের গোয়েন্দা কাহিনির বই পড়ার মধ্যেও তার আগ্রহ বরাবরের। ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হতে চায় সোমতীর্থ। পড়াশোনার বাইরে এই সাংস্কৃতিক চর্চাই তাকে মানসিকভাবে সুসংগঠিত করেছে বলে মনে করছে তার পরিবার ও শিক্ষকরা। এই অভূতপূর্ব সাফল্যের জন্য সোমতীর্থ কৃতজ্ঞতা জানিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।

সে জানিয়েছে, “তাদের নির্দিষ্ট পথ ও শৃঙ্খলার মধ্যে থেকেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি চিরকৃতজ্ঞ।” পরিবার ও গ্রামবাসীদের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে সোমতীর্থের এই সাফল্য। জঙ্গলমহলের এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক ছাত্রের এমন সাফল্য নিঃসন্দেহে বহু ছাত্রের অনুপ্রেরণা হয়ে থাকবে। এলাকার বিধায়ক ডা: খগেন্দ্রনাথ মাহাতো বলেন, “ফোন করে অভিনন্দন জানিয়েছি, ও বড় হয়ে ডাক্তার হতে চায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ বাংলায় অনেক মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সিট সংখ্যাও বাড়িয়েছেন, উনার আশীর্বাদ রয়েছে, আমার তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইলো ভবিষ্যতে বড় ডাক্তার হোক আশীর্বাদ রইলো।

Related Articles