কুলরা গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন সমাজসেবী আব্দুল করিম
Social worker Abdul Karim stood by the helpless people in Santiniketan

The Truth Of Bengal: সৌতিক চক্রবর্তী, : গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে ভষ্মিভূত হয়ে যায় পাঁচটি বাড়ি। বিয়ের জন্য জোগাড় করে রাখা টাকা গহনা সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মুরারই দুই নম্বর ব্লকের কুলোড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রথমে বশির শেখ নামের এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। সেই আগুনের লেলিহান নিমেষের মধ্যে প্রতিবেশীর আরো চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীদের ও রামপুরহাট দমকলের দুটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নেভানো হয়। সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে দেখা করতে গিয়েছিলেন নলহাটি থানার কয়থা গ্রামের তথা ম্যাক্স ৭ হাসপাতালের চিকিৎসক ও সমাজসেবী আব্দুল করিম।
তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন এবং তাদের হাতে কয়েকদিনের জন্য খাদ্য সামগ্রী বস্ত্র ও আপৎকালীন তিরপল এবং বেশ কিছু অর্থ তুলে দেন সমাজসেবী আব্দুল করিম।