ফেলে দেওয়া বর্জ্য দিয়ে কারুকার্য বানিয়ে নজর কাড়ছে নামখানার স্কুলের খুদে পড়ুয়ারা
Small students of Namkhana school are attracting attention by making crafts out of discarded waste

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : নামখানা : দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের কালিনগর নিম্ন বুনিয়াদি স্কুলের ক্ষুদে স্কুল পড়ুয়ারা ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন রকম হাতের কাজ করে নজর কাড়ল।
মূলত জানা গেছে, কালিনগর নিম্ন বুনিয়াদি স্কুলের অস্থায়ী শিক্ষক সায়ন মিদ্দা। তিনি এই স্কুলের গত পাঁচ বছর যাবত স্কুলের এই ক্ষুদে পড়ুয়াদেরকে তিনি ছবি আঁকার প্রদর্শনীর পড়াশোনা শেখান। এর পাশাপাশি সায়ন ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে হাতের কারুকার্য করা যায় তা নিয়ে খুদে পড়ুয়ারদেরকে প্রশিক্ষণ দেয়। সেই মতন খুদে পড়ুয়ারা তাদের পড়াশোনাকে যেমন ভালোবেসেছে আর এই ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের জিনিসকেও পড়াশোনার একটি অঙ্গ হিসেবে তুলে ধরেছে।
স্কুলের এই খুদে পড়ুয়ারা যেভাবে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন রকম কারুকার্য বানিয়ে নজর কাড়ছে খুদে এই কারুকার্যকে স্কুলের একটি প্রতিদিনের পড়াশুনার মতন টাইম দিয়ে বা পড়াশোনার মতন একটি অঙ্গন তৈরি করে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়।