রাজ্যের খবর

বস্তি উচ্ছেদ করতে এসে বিক্ষোভের মুখে রেল পুলিশ ও আধিকারিকরা

Railway police in the face of protests

The Truth of Bengal: উত্তরপাড়া ভার্মা রোড এলাকায় রেলের জমি দখল নিয়ে বস্তিবাসীদের বিক্ষোভ দেখা দিয়েছে। আজ সকালে রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে গেলে বস্তিবাসীরা তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বস্তিবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বস্তিবাসীদের অভিযোগ, তারা এখানে ৪০ বছর ধরে বসবাস করছে।

এখানে যখন নার্সিংহোম তৈরি হয়নি তখন তারা এখানে বসবাস শুরু করে। তাদের অভিযোগ, রেল তাদের কোনো রকম পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে চায়। বস্তি উন্নয়ন কমিটির সদস্যরা বলেন, “এইভাবে উচ্ছেদ করা যায় না। সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানকার বসবাসকারী ছাত্র-ছাত্রীরা। তারা এখন কোথায় যাবে?” পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক সঞ্জীব চক্রবর্তী বলেন, “রেল যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় গরীব মানুষদের রেলের জমি থেকে উচ্ছেদ করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে এটা তারই একটা অংশ।”

অন্যদিকে, বেসরকারি নার্সিংহোমের দাবি, ব্যবসায়িক প্রতিযোগী তারা রেলকে অভিযোগ জানিয়েছিলেন তারা নাকি রেলের জমি দখল করে আছে। এর পর ২০২০ সালে রেল ব্যক্তিগত ভাবে মেজারমেন্ট করেন কিন্তু তখন কোনো অসুবিধা হয়নি। পরবর্তী সময়ে দেখা যায় রেল একটি তাদের বিরুদ্ধে মামলা করে সেই মামলা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন রয়েছে।

Related Articles