রাজ্যের খবর

শিলিগুড়ির পূর্ব হাতিয়াডাঙ্গাতে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

Siliguri's East Hatiadanga rescues banned sloganeering, arrests 1

Truth Of Bengal : দীপাবলীর বাকি হাতে আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যে সরকারিভাবে বিভিন্ন জায়গায় বাজি মেলা চলছে। এরপরেও বেশ কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করেই চলছে। তবে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘড় ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি।

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আসিঘর পারিস পুলিশ। ধৃতের নাম সুবোধ অধিকারী। আশিঘর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। এবং ওই ব্যক্তি নিষিদ্ধ শব্দ বাজে বিক্রি করছিলেন। উদ্ধার হাওয়া নিষিদ্ধ শব্দবাজি কোথা থেকে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেস করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ।

Related Articles