রাজ্যের খবর

সেবক রোডের একটি শপিংমলের উপরে নির্মিত অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম

Siliguri Purnigam demolishes illegal construction on Sevak Road

The Truth Of Bengal: ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার শিলিগুড়িরর সেবক রোডের একটি শপিংমলের ওপরে নির্মিত অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। জানা গিয়েছে সেবক রোডের একটি শপিংমলের উপরে কোনোরকম বৈধ প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছিল একটি ঘর। এরপরই শিলিগুড়ি পুরনিগমের তরফে নোটিশ জারি করা হয়। এবং এদিন অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় পুরনিগমের তরফ থেকে‌।

অপরদিকে যাতে কোনো রকম অপ্রীতিকার ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে পুরনিগম সূত্রে জানা গিয়েছে যে কোনোরকম বৈধ প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছিল একটি ঘর। এরপরেই নোটিশ জারি করে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। এবং শহর শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

Related Articles