রাজ্যের খবর
ফিল্মি কায়দায় ছিনতাই যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি পুলিশ
Siliguri police handed over stolen mobile phones to the owners

The Truth Of Bengal : শিলিগুড়ি থেকে চুরি ও ছিনতাই হাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ।
শহর শিলিগুড়ি থেকে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। এদিন ২৯ জন প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে প্রধাননগর থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবং এই ঘটনার পরেই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৯টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
এদিন ২৯ জন প্রকৃত মালিকের হাতে তাদের ফোন তুলে দেওয়া হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে খুবই খুশি হন প্রকৃত মোবাইল ফোন মালিকরা। এবং পুলিশকে ধন্যবাদ জানান তারা।