রাজ্যের খবর

জনগর্জন সভার পূর্বে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু শিলিগুড়ি মেয়র গৌতম দেবের

Siliguri Mayor Gautam Deb started the campaign by writing on the wall before the rally

The Truth Of Bengal, siliguri: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ১০ মার্চ রয়েছে তৃণমূলের জনগর্জন সভা। ইতিমধ্যেই শিলিগুড়ির উত্তরকন্যা এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব।

লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হতেই শিলিগুড়ির উত্তরকন্যা এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। এছাড়াও এদিন দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সহ তৃণমূল নেতা কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব বলেন, ” লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি নিয়ে কোন সহেন্দ নেই জিতবই এবং দার্জিলিং এর সিটে ভাল ফল হবে। আমরা আশাবাদী দুটি সিট আমরা জিতবই।” এর পাশাপাশি তিনি আরও বলেন নির্বাচনি প্রচার শুরু হয়ে গেছে।

FREE ACCESS

Related Articles