কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে স্বস্তির ইঙ্গিত, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টি পূর্বাভাস

Signs of relief in South Bengal, storms and rains coming this weekend

Truth Of Bengal: এপ্রিলের প্রচণ্ড দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দিনের তীব্র রোদ আর রাতে অসহনীয় গরম মিলিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর মধ্যেই মিলতে পারে খানিকটা স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে (শনিবার থেকে) ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার থেকেই বদলাবে আবহাওয়া, বাড়তে পারে আর্দ্রতা, সঙ্গে নামতে পারে বৃষ্টি।রবিবার থেকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া।

কলকাতাতেও শনিবার থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কিছুটা নামতে পারে, মিলতে পারে স্বস্তি।

এখনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

দার্জিলিং ও কালিম্পঙ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। তাপমাত্রা কিছুটা বেড়েছে উত্তরেও, তবে বৃষ্টির সম্ভাবনায় মিলতে পারে স্বস্তি।

এই সপ্তাহান্তে দক্ষিণ ও উত্তরবঙ্গ—উভয় অংশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তির হাওয়া বইতে পারে। তবে তার আগে তাপপ্রবাহ থেকে সতর্ক থাকা জরুরি।

 

Related Articles