রাজ্যের খবর
বারুইপুরে তোলাবাজিতে প্রতিবাদ করায় আক্রান্ত দোকান মালিক, চাঞ্চল্য এলাকায়
Shopkeepers affected by protesting tollabazi in Baruipur, Chanchalya area

The Truth Of Bengal : তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত দোকান মালিক। ঘটনাটি ঘটেছে বারুইপুর শহরতলীর পদ্মপুকুর এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ রবিবার গভীর রাতে পদ্মপুকুর এলাকায় চলন্ত লরি থেকে টাকা তুলছিল তিন ব্যক্তি। দীর্ঘ সময় ধরে তাদের লক্ষ্য করছিলেন স্থানীয় দোকানদার আমিন শেখ। বিভিন্নভাবে তাদের থেকে জোর করে টাকা আদায় করছিলেন ওই তিন ব্যক্তি, তাই তার প্রতিবাদ করায় দোকানের সামনে থাকা বেশ কয়েকটি সামগ্রী লাথি মেরে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রতিবাদী দোকানদারকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আর সেই সেই মারধরের একটি স্পষ্ট ভিডিও সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়েছে। ঘটনায় সোমবার দুপুরে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রতিবাদী দোকান মালিক।