রাজ্যের খবর

ভাইফোঁটা নিতে এসে গুলিতে মৃত্যু হল ভাইয়ের

Shootout incident

The Truth of Bengal: জয়নগরের পর এবার শ্যুটআউটের ঘটনা ডায়মন্ড হারবারে,জমি বিবাদকে কেন্দ্র করে গুলিতে মৃত্যু যুবকের। নিহত যুবকের নাম মিঠুন সরদার,ডায়মন্ড হারবার থানা এলাকার কুলেশ্বর এলাকার ঘটনা।  দিদির বাড়ি  তে ভাইফোঁটা নিতে এসে গুলিতে মৃত্যু হল দিদির জায়ের ছেলের হাতে। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর এলাকায়।

মৃত যুবকের নাম মিঠুন সরদার উস্তি থানার সাতঘরা এলাকার বাসিন্দা,। বুধবার দিন ডায়মন্ড হারবার থানার কুলেস্বরে মিঠুন আসে দিদির কাছে ভাইফোঁটা নিতে আসে, সঙ্গে আর এক দিদি ছিল। একটা ভাই তাই দিদিরা একসঙ্গে হয়ে ভাইকে ফোটা দেয়। এরপর জমি নিয়ে বিবাদ হয় দিদির ভাসুরের ছেলের সাথে।

হঠাৎ করে পরেশ মন্ডল বন্দুক বার করে গুলি চালায়। দিদিকে বাঁচাতে যায় ভাই মিঠুন সেই সময় দুটোই গুলি লাগে বুকেতে। আহত যুবকে তড়িঘড়ি ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে মিঠুনের মৃত্যু হয়  সেখানে। ভাইফোঁটা নিতে এসে  দিদির ভাসুরের ছেলের হাতে গুলিতে মৃত্যু হল ভাইয়ের। এই শুটআউটের ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related Articles