বীরভূমে শ্যুটআউট, গুলিতে নিহত পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কি
Shootout in Birbhum, stone trader Sudeep Baski shot dead

Truth of Bengal: বীরভূম জেলার রামপুরহাট থানার নিরষা গ্রামে আজ এক চাঞ্চল্যকর শ্যুটআউটের ঘটনা ঘটে, যেখানে গুলি লেগে নিহত হন পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কি। তিনি পাথর ক্রাশারের মালিক ছিলেন এবং রবিবার সকাল ১১টা নাগাদ নিরষা গ্রামের পেট্রোল পাম্পের সামনে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন।
এই সময় ৮-১০ জন দুষ্কৃতী পাঁচটি মোটর সাইকেলে চেপে ঘটনাস্থলে পৌঁছায়। তারা অতর্কিতে সুদীপ বাস্কিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সুদীপ বাস্কি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুষ্কৃতীরা পরে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। পুলিশ বিষয়টির তদন্ত করছে, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং দুষ্কৃতীরা ব্যবসায়িক বিরোধ বা আর্থিক লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
তবে পুলিশের তদন্তের ফলাফল না আসা পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। এখন পর্যন্ত সুদীপ বাস্কির পরিবারের সদস্যরা শোকাহত, এবং স্থানীয়রা দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।