রাজ্যের খবর

সাতসকালে ভাটপাড়ায় শ্যুট আউট, মৃত তৃণমূলের ওয়ার্ড সভাপতি

Shootout in Bhatpara at 7 am, Trinamool ward president shot

Truth Of Bengal: সাতসকালে ভাটপাড়ায় শ্যুট আউট। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।  এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। চায়ের দোকানের ভিতরে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়ে পালানোর সময় বোমাবাজির অভিযোগও উঠেছে। ৭-৮ জন দুষ্কৃতীর একটি দল এই হামলা চালিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম অশোক সাউ।

স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন এই গুলিবিদ্ধ ব্যক্তি। তিনি এখনও একজন সক্রিয় তৃণমূল কর্মী। এদিন সকালে তিনি যখন টোটোয় করে যাচ্ছিলেন, তখন কয়েক জন যুবক বাইক নিয়ে তাঁকে অনুসরণ করছিল। এরপর পালঘাট রোড এলাকায় তাঁদের মধ্যে এক জন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির শব্দে তড়িঘড়ি পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে উধাও দুষ্কৃতীরা। সঙ্গে  সঙ্গে  আহত অশোককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি, প্রাণ হারিয়েছেন তৃনমূল কর্মী।

Related Articles