রাজ্যের খবর

পুজো মণ্ডপের সামনে চলল গুলি! ভাসানের আগেই থমথমে আসানসোল

Shooting in front of the puja mandap! Asansol slowly before bathing

Truth Of Bengal, Barsa Sahoo : পুজো  মন্ডপের সামনে চলল গুলি! ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোলে।

বাঙালীর বারো মাসে তেরো পার্বন। সেইমত উৎসবমুখর মানুষ সর্বদা আনন্দে গা ভাসাতে ভালোবাসে। আসানসোলবাসীও দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠেন। জানা যায়, আসানসোলে ডিপুপাড়া দুর্গামন্দিরে কাছে একটি পুজো হয়। সেখানে শনিবার রাতে বেশ জমজমাট পরিবেশ ছিল। পুজো মন্ডপে ভিড় ছিল নজরকাড়া। সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ ঘটল অঘটন। সেদিন কে বা কারা পুজো মণ্ডপের সামনে গুলি চালায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রাজু দাস নামে এক ব্যক্তি তাদের এলাকায় বসবাস করেন। এদিন রাজুই গুলি চালিয়েছিল। ঘটনার সম্পূর্ণ চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যায়, অভিযুক্ত রাজু প্যান্ডেলে কাছে ভিড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। এরপর শনিবার গভীর রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত ডিপুপাড়া দুর্গা মন্দিরের মেলা প্রাঙ্গণের সামনে এক দোকানদারের সঙ্গে সামান্য জিনিস কেনাকে কেন্দ্র করে রাজুর ঝামেলা হয়। এরপর কারো কোন কথা না শুনেই রাজু নিজের কোমর থেকে বন্দুক বের করে শুন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্ত রাজু।

ঘটনার পর রবিবার সকাল থেকে পুজো প্রাঙ্গণে জনসমাগম খুব একটা দেখা যায়নি। আতঙ্কে আজ মেলাও বসেনি। পুলিশ এলাকায় এলাকায় ঘোরাঘুরি করছে। অভিযুক্তকে ধরার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles