রাজ্যের খবর

শীতল কুচির শহিদদের শ্রদ্ধা অভিষেকের, ২০২১-র এই দিনে কি ঘটে ছিল

Shital Kuchi's tribute to the martyrs of Abhishek

The Truth of Bengal: ২০২১ সাল। বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পারদ তখন বঙ্গে। উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিভিন্ন বুথে বুথে সাধারণ মানুষের ভিড়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বুথে বুথে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশন একপ্রকার রাজ্য পুলিশের প্রতি আস্থা হারিয়েছিল।রাজ্য পুলিশকে দূরে রেখে নির্বাচন পরিচালনায় শীর্ষ ভাগে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের অভিযোগ আসতে শুরু হয়। খোদ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে অনেক বুথে।

আর সবচেয়ে নারকীয় ঘটনা ঘটে শীতলকুচির একটি বুথে। তখন ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। অনেকে বাইরে কাজ করেন। রাজ্যের বাইরে থেকে তারা ঘরে ফিরেছিলেন ভোট দেওয়ার জন্য। সেই লাইনে ছিলেন এমন অনেকেই। রাজনীতি নিয়ে তেমন মাথাব্যথা নেই, তবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রতি ছিল অটল আস্থা। নির্বাচন চলাকালীন হঠাৎ মুর্হূমুহু গুলির আওয়াজ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে বুক ঝাঁঝরা হয় পাঁচ জনের। মৃত্যু হয় নিরীহ ভোটারদের।

২০২১ সালের আজকের দিনে সেই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনা স্মরণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শীতলকুচির ঘটনাকে উল্লেখ করে লিখেছেন, “১০ এপ্রিল, ২০২১-এ আজকের দিনেই ভোটের লাইনে দাঁড়িয়ে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১২৬ নং বুথে নৃশংসভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন পাঁচজন নিরীহ মানুষ। এই পাঁচজন শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম।”

Related Articles