
Truth Of Bengal: প্রতি বছর চৈত্রের শেষ মঙ্গলবার শীতলা মায়ের পুজো করে আসেন সিউড়ি হাটজন বাজার ১৮ নম্বর ওয়ার্ড এলাকার কলোনির সহ পার্শ্ববর্তী এলাকার মহিলারা। সেখানে মায়ের মৃন্ময়ী রূপ তৈরি করা হয়। বিকেল তিনটা থেকে শুরু হয় রাত্রি নটা পর্যন্ত চলে পুজো। তারপরেই হয় প্রসাদ বিতরণ ।
শিতলার জন্য ওই এলাকার পার্শ্ববর্তী মানুষরা নিরামিষ এবং ঠান্ডা খাবার খেয়ে থাকেন। এই পুজোতে শুধুমাত্র মা শীতলাকে ঠান্ডা করতে ডাব দিয়ে পুজো দেওয়া হয়। মন্দিরের পেছনে সারি সারি সাজানো থাকে সেই ডাব। পুজো শেষে সেই ডাবের জল পান করে থাকেন ভক্তরা।
এলাকার মানুষরা এই গরমে বসন্ত, কলেরা, হাম সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পুজো করে আসেন। এলাকার প্রাচীনতম এই শীতলা মন্দিরে মা শীতলাকে শান্তি এবং ঠান্ডা রাখার জন্য নিষ্ঠার সাথে পুজো করে থাকেন স্থানীয়রা। পূজোকে ঘিরে সমাগম হয়ে প্রচুর যেখানে ছোট্ট একটি মেলা ও বসে। একদিনের পুজো পরেই রাতে বিসর্জন করে দেওয়া হয় মায়ের প্রতিষ্ঠিত ঘট এমনই রীতি চলে আসছে দীর্ঘ দুশো বছর ধরে।