
The Truth of Bengal: গুরুত্বের নিরিখে অপরের দিকে আছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ওপারে পূর্ব বর্ধমানের কালনায় যাতায়াত করেন। ওপার থেকেও বহু মানুষ শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন এলাকায় আসে। দিনভর যাত্রীদের ভিড় লেগেই থাকে ফেরিঘাটে। ঘাটের পাশে পুরনো একটি বাসস্ট্যান্ড রয়েছে। কিন্তু সেখানে যাত্রী পরিষেবা কিংবা বাসচালকদের সুবিধার জন্য কোনও ব্যবস্থাই নেই। সেখানে এবার গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক বাস টার্মিনাল। উদ্যোগী হল জেলা প্রশাসন।
সৌন্দর্যায়নের পাশাপাশি টার্মিনালে তৈরি হবে আধুনিক মার্কেট কমপ্লেক্স। থাকবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনও। গড়ে উঠবে সেলফি জোন-ও। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে ডিপিআর চেয়ে পাঠিয়েছে রাজ্য। টার্মিনাল তৈরি হওয়ার পর এখান থেকে আরও বিভিন্ন রুট এবং দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ানো হবে। সরকারি বাসও চালু করা হবে এখান থেকে। শিশু এবং মহিলাদের জন্য থাকবে রেস্ট রুম।
থাকবে চালকদের বিশ্রাম নেওয়ার জায়গা। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন, এই বাস টার্মিনালের ব্যাপারে মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। এখন এই বাসস্ট্যান্ড থেকেই রানাঘাট, কৃষ্ণনগর এবং দত্তপুলিয়া— রুটে প্রতিদিন প্রায় পঞ্চাশটিরও বেশি বাস চলাচল করে। বেহাল অবস্থায় থাকা ভাগীরথীর পাড়ের এই বাসস্ট্যান্ডে নেই শৌচালয় কিংবা পানীয় জলের ব্যবস্থাও। সেই বাসস্ট্যান্ডে এবার গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক বাস টার্মিনাল। উপকৃত হবেন গঙ্গার দুই পাড়ের হাজার হাজার মানুষ।