রাজ্যের খবর

বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ শান্তিপুর ব্লক প্রশাসনের

Shantipur Block Administration takes special initiative to raise awareness to prevent child marriage

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: ১৮ বছরের আগে বিবাহ না করার বার্তা পৌঁছে দিতে এবং কমবয়সী মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে নদিয়ার শান্তিপুর ব্লক প্রশাসন এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল। শনিবার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে ফুলিয়া সুকান্ত ভবনে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের অধীনে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে শান্তিপুর ব্লকের অন্তর্গত ১৪টি স্কুলের প্রায় আড়াইশো জন কন্যাশ্রী ছাত্রী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক (সমাজকল্যাণ) দপ্তরের আধিকারিক, এবং মনস্তাত্ত্বিক ডা. মৃণাল চক্রবর্তীসহ প্রশাসনের অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ এবং শিক্ষার প্রতি মেয়েদের আগ্রহ বজায় রাখা। অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা নিজেরাই নাটকের মাধ্যমে সমাজের নানা সমস্যা এবং তার সমাধানের উপায় তুলে ধরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। নাটকের মাধ্যমে তারা দেখায় কীভাবে সামাজিক সচেতনতা বাড়িয়ে বাল্যবিবাহ বন্ধ করা যেতে পারে এবং মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা সম্ভব। এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়দের মধ্যে। সকলে আশা প্রকাশ করেছেন, এমন সচেতনতা মূলক কার্যক্রমের ফলে আগামী দিনে কম বয়সে বিবাহের প্রবণতা অনেকটাই কমবে এবং মেয়েরা শিক্ষা ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।

Related Articles