
The Truth of Bengal: হাওয়া অফিসের পূর্বাভাস মতোই ভোট পঞ্চমীতে বৃষ্টির দাপট। ভাঙলো ক্যাম্প অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিঘ্ন ঘটলো ভোটদান প্রক্রিয়ায়। আগামী দু’দিন একই রকম ভাবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে চোখ রাখাচ্ছে নিম্নচাপ।
পঞ্চম দফা ভোটে ঝড়ের দাপটে লন্ডভন্ড ক্যাম্প অফিস। আগেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে নির্বিঘ্নে ভোট দান প্রক্রিয়া শুরু হয় বেলা হতেই কালো মেঘে ডেকে যায় আকাশ। মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। বনগায় ঝড়ের দাপটে ভাঙ্গে ক্যাম্প অফিস। একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বিঘ্ন ঘটে ভোটদান প্রক্রিয়ায়। একই সঙ্গে কল্যাণী ও হাওড়াতেও ভারী বৃষ্টি। জলমগ্ন হয় একাধিক রাস্তা।
শুধু দক্ষিণবঙ্গ নয় ঝড়ের দাপটে কাবু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর। বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আগামী দুই দিন কমলা সতর্কতা জারি থাকছে। থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা। বজ্রবিদ্যুতের হাত থেকে বাঁচতে কংক্রিটের নিচে থাকার পরামর্শ আবহাওয়াবিদের। বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে যা, উত্তর-পূর্ব দিকে অগ্রসর করবে। এর জেরে বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা।