রাজ্যের খবর

মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১ ইঞ্জিন

Severe fire in Malda, 1 fire engine at the spot

The Truth Of Bengal, অভিষেক দাস, মালদা:- অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি গৃহস্থ বাড়ি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বাড়ি। বুধবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচরের হরিজন পাড়া এলাকায়।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা লক্ষণ ডোমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর আনুমানিক ৫ টা নাগাদ এলাকাবাসীদের চিৎকারে বিষয়টি জানতে পারেন লক্ষণ ডোম এবং তার পরিবারের সদস্যরা। কোনমতে বাড়ি ছেড়ে প্রাণে বাচেন তারা। এরপর স্থানীয়রায় আগুন নেভানোর কাজে হাত লাগান। ততক্ষণে বাড়িতে থাকা নগদ এক লক্ষ টাকা এবং সমস্ত জিনিসপত্র পুড়ে যায়।

আগুন ছড়িয়ে পড়ে লক্ষণ ডোমের বাড়ি লাগোয়া শিবা হরিজন এবং আরো একটি বাড়িতে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ক্ষতিগ্রস্ত গৃহস্থ বাড়ির মালিক লক্ষণ ডোম এবং প্রতিবেশীরা জানান বাড়িতে থাকা নগদ টাকা সহ সমস্ত জিনিসপত্র পুরে ছাই হয়ে গেছে। বড়সড় দুর্ঘটনার ঘটতে পারতো। বাড়ি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে গেলেও হতাহাতের কোন খবর ঘটেনি। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা।

Related Articles