শিলিগুড়ি মহাকুমার মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে উদ্ধার একাধিক চোরাই বাইক
Several stolen bikes recovered from Siliguri Mahakumar Muraliganj check post

Bangla Jago Desk: শিলিগুড়ি মহাকুমার মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে চোরাই বাইকসহ দুজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজত নিয়ে আরও তিনটি চোড়া বাইক উদ্ধার করল পুলিশ। রবিবার শিলিগুড়ি মহকুমার বিধান নগরে সাংবাদিক বৈঠক করেন অ্যাডিশনাল এসপি কার্শিয়াং অভিষেক রায়।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোষ্টে অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ। এরপর সেখানে চুরির বাইক সহ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম বিশ্বজিৎ দাস (২৫) মেহবুব আলম (২৮)। বিশ্বজিৎ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার এবং মেহবুব দার্জিলিং জেলার ভুমাবস্তি এলাকার বাসিন্দা। এরপর ধৃতদের শিলিগুড়ি আদালতের তোলা হয়।
তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজত পর্যন্ত নেওয়ার আবেদন জানার আদালতে এবং আদালত তা মঞ্জুর করে। পুলিশি হেফাজত নিয়ে শুরু হয় জিজ্ঞাসা বাদ এরপর আরো তিনটি বাইক অর্থাৎ চুরির বাইক উদ্ধার হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখাও হচ্ছে। এর পাশাপাশি তিনি আরো বলেন যে এই বাইক চক্রর সঙ্গে বিহারের যোগ রয়েছে।