রাজ্যের খবর

নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় গুরুতর আহত একাধিক পথচারী, আশঙ্কাজনক অবস্থায় চারজন

Several pedestrians seriously injured after being hit by an out-of-control car, four in critical condition

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর জখম একাধিক পথচারী। আশঙ্কাজনক অবস্থায় চালক সহ চারজনকে ভর্তি করা হয় হাসপাতালে। নদিয়ার নবদ্বীপের ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনায় গুরুতর আহত হয় চারজন।

জানা যায় বোলপুর থেকে তিনজন যাত্রী নিয়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি চার চাকা প্রাইভেট গাড়ি। তখনই নবদ্বীপ রেলগেটের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি গাড়ি এরপর টোটো গাড়ি সহ অন্যান্য গাড়ি গুলিতে ধাক্কা মারতে শুরু করে। এরপরেই আহত হয় একাধিক পথচারী। তড়িঘড়ি ছুটে আসে স্থানীয়রা, নবদ্বীপ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাঠায় হাসপাতালে।

অন্যদিকে নিয়ন্ত্রণহীন গাড়ির চালক সহ গুরুতর আহত হয় চারজন, তাদেরকে স্থানান্তর করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। তবে এই দুর্ঘটনায় কারোর প্রাণঘাতীর ঘটনা না ঘটলেও সাময়িকভাবে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় অনেকটাই পরিস্থিতি সামাল দেওয়া গেছে। অন্যদিকে ঘাতক নিয়ন্ত্রণহীন গাড়ি সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত গাড়ি গুলিকে উদ্ধার করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Related Articles