ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা নয়ছয়, গ্রেফতার ১
Several lakhs of rupees were stolen by forgery of fingerprints, 1 arrested

The Truth Of Bengal: প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা নয় ছয় করার অভিযোগ সিএসপি অপারেটরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে পাঞ্জাব ব্যাংকে।
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনো সার্ভার ডাউন বা কখনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি এই বলে দফায় দফায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হতো। পরে দেখা যায় একাউন্ট থেকে কয়েক দফায় দফায় টাকা তোলা হয়েছে। আবার কারুর কারুর টাকা নগদ জমা নেয়া হলেও একাউন্টে জমা পড়ত না সেইসব টাকা। গ্রাহকরা সিএসপি অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞেস করলে তা অস্বীকার করে। হলে উপযুক্তকে আটক করে পুলিশ।
এরপরই থানায় গিয়ে গ্রাহকরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে পুলিশ।
FREE ACCESS