রাজ্যের খবর

মায়ের বকুনিতে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্রী, শোকের ছায়া এলাকায়

Seventh standard student who committed suicide at the mother's whimper, is in the shadow of grief

The Truth Of Bengal: নদীয়া ,পড়াশোনা আরো ভালো করতে মা বকাবকি করায় অভিমানে আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের কুটির ঘাট এলাকায়।

সূত্রের খবর, নদীয়া জেলার শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের কুটির ঘাট এলাকার তাসলিমা খাতুন নামের ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর এক কিশোরীর বাবা বাবু শেখ কর্মক্ষেত্রে ভিনদেশে থাকে, মা ঝর্ণা বিবি, তার ছোট্ট একটি পুত্র সন্তান ও ১৩ বছরের কিশোরী কে নিয়ে সংসার। পরিবারের দাবি, আজ সকালে মন দিয়ে পড়াশোনা করার জন্য মা একটু বকাবকি করেছিলেন তাসলিমাকে, এরপরেই হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যায় কিশোরী। এরপর দীর্ঘ খোঁজাখুঁজি করতেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখা যায় ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাসলিমাকে মৃত বলে ঘোষণা করে।

খবর ছড়াতেই ছুটে আসে আত্মীয়-স্বজনরা। এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবার ভাবতেই পারছে না সামান্য বকাবকি করার জন্য তাসলিমা এইভাবে আত্মহত্যার পথ বেছে নেবে। রবিবার দুপুরে মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে কিশোরীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles