সাতসকালে অগ্নিকাণ্ড কোচবিহারে, ভস্মীভূত একাধিক দোকান
Seven morning fire in Cooch Behar, several shops gutted

The Truth Of Bengal : কোচবিহার : সাতসকালে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল ছয়টি দোকান। ঘটনাটি ঘটেছে কোচবিহারে এক নম্বর ব্লকের ডোডেয়ারহাট বাজারে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কোচবিহারে এক নম্বর ব্লকের ডোডেয়ারহাট বাজারে হঠাৎ একটি দোকান থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয়রা। এরপর, তৎক্ষনাত তাঁরা বাকিদের ডেকে আনেন। তবে ততক্ষণে নিমিষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। এসে প্রথমে এলাকাবাসীরা নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এরপরও আগুন নিয়ন্ত্রনে আনতে অক্ষম হলে তারা দমকলে খবর দেন। কিছুক্ষনের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে উপস্থিত হয় দুর্ঘটনাস্থলে। এসেই প্রথমে তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে দমকল বাহিনীদের অনুমান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে ওই দোকান গুলিতে। তবে, এটা শুধুই নিছক দুর্ঘটনা নাকি এর পেছেনে রয়েছে অন্য কোনও রহস্য তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই সম্পূর্ণ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।