রাজ্যের খবর
সেবক রংপো রেল প্রকল্পে জুড়লো নয়া পালক, সম্পন্ন হল ১ নং ট্যানালের খনন কাজ
Sevak Rangpo added a new wing to the railway project, tunnel No. 1 excavation work was completed

The Truth Of Bengal: সেবক রংপো রেল প্রকল্প আরও এক ধাপ এগোলো। সফলভাবে খনন কাজ সম্পন্ন হল সেবক রংপো রেল প্রকল্পে থাকা ১ নং ট্যানেলের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই টানেলের ব্রেক থ্রু করা হয়।
সূত্রের খবর, সেবক থেকে রংপো পর্যন্ত ৪৫ কিলোমিটার এই রেলপথে ৩৮ কিলোমিটার পথ টানেলের ভেতরে রয়েছে। এই প্রকল্পে মোট ১৪ টি টানেল ও ১৩ টি সেতু রয়েছে। সব মিলিয়ে নির্মাণকারী সংস্থার আশা আগামী ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার এই ব্রেক ত্রু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IRCON এর নির্দেশক মাহেন্দর সিং সহ নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা।
FREE ACCESS