রাজ্যের খবর

ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

Student's death

The Truth of Bengal: ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য,খুনের অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে উস্তি থানার দেউলা হাটপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মগরাহাট পশ্চিম বিধানসভার সরচি অম্বিকা চরণ হাইস্কুলের হাই স্কুলে ক্লাস সেভেনে পড়তো সজল মন্ডল। হঠাৎ করেই কালকের বাড়ির মধ্যে থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।

এরপরই উস্তি থানার পুলিশকে খবর দিলে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ। তবে সপ্তম শ্রেণীর ছাত্রের পরিবারের দাবি যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সজলকে। দীর্ঘদিন ধরে সজলের বাবা উদয় মন্ডলের সাথে তার দাদা বিজয় মন্ডলের জায়গা জমি সংক্রান্ত বিবাদ ছিল।

এমনকি কিছুদিন আগেও অদ্ভুতভাবে তার বাড়ির মধ্যে থেকে বিষ মাখানো ভাত ও উদ্ধার হয়। এবং এমনকি জায়গায় যখন সংক্রান্ত বিবাদের জেরেই ভাই উদয় মন্ডলের ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অনুমান পরিবারের লোকজনের। তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ।

Related Articles