মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, মালদায় ছড়াল চাঞ্চল্য
Secondary school student's body found hanging in Malda

Truth Of Bengal: ঘর থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । চাঞ্চল্য ছড়ালো সকালে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত সালাবাতপুর গ্রামে। মৃতদেহ আনা হল ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত স্কুল ছাত্রীর নাম সোনিয়া মন্ডল। বয়স আনুমানিক (১৬) বছর।
পরিবার সূত্রে জানা গেছে সোনিয়া স্থানীয় শ্রীপুর হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে সামনে মাসেই সোনিয়ার বিবাহ ছিল বলেও জানা যায়। অন্যান্য দিনের মতো আজ সকালে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যায়। কাজ থেকে ফিরে এসে সোনিয়ার মা সুনিতা মন্ডল দেখতে পায় সোনিয়া ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতরে ওড়না দিয়ে ঝুলছে।
সোনিয়ার মায়ের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ওড়না কেটে সোনিয়াকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেইখানে কর্মরত চিকিৎসকেরা সোনিয়াকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল পরিবারের কেউ বুঝে উঠতে পারছে না। এদিকে পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।