‘নিদিষ্ট সময়ে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল’, ঘোষণা পর্ষদের
'Secondary results will be published on time', announces board

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন । এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে বলে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই মাধ্যমিকের খাতা দেখার পর্ব শেষ হয়েছে। শেষের পথে ত্রুটিনির কাজও। যেটুকু বাকি আছে তা হল ট্যাবুলেশনের কাজ। সেই কাজ যথা সময় শেষ করতেও অসুবিধা হবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মূলত এসএস সি প্যানেল বাতিল নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের যে সমস্যা তৈরি হয়েছে তাতে মাধ্যমিক স্তর পর্যন্ত বড় ধরনের অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করছেন পর্ষদের কর্তা ব্যক্তিরা। রাজ্যে মাধ্যমিক স্তরে প্রায় দেড় লক্ষের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আর এস এস সি প্যানেল বাতিল হওয়ায় রাজ্যে ১৭ হাজারের কিছু বেশি শিক্ষক-শিক্ষিকা সেই বাতিলের আওতায় পড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে বাতিল হওয়া ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা ১১ হাজার ৬১০ জন।
যেহেতু মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এবং স্ক্রুটিনি র কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে সে কারণে শিক্ষক স্বল্পতার বিষয়টি মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করছেন মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি এ বছরের মাধ্যমিক পরীক্ষার শেষ হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কথা। যেহেতু মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি ঘোষণা করেছেন তাই মনে করা হচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে।