রাজ্যের খবর

উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য জারি করা হল নিষেধাজ্ঞা

Sea may be rough, restrictions issued for fishermen

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী :  আবারো মৎস্যজীবীদের উপরে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দফতর। ধেয়ে আসছে ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড়। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো আবহাওয়া দফতর এবং মৎস্য দফতর। গতকাল পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি ছিল মৎস্যদপ্তরের। নতুন করে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বড়সড় ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভারী বৃষ্টির সম্ভাবনাও ছিল কিছু কিছু এলাকায়। হাওয়া অফিস জানিয়েছিল, আগামী কয়েক দিন উত্তাল থাকতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

 

Related Articles