রাজ্যের খবর
Trending

বাংলার ঘরে এবার স্কচ অ্যাওয়ার্ড, চা সুন্দরী প্রকল্পের জন্য পুরষ্কার পেল রাজ্য সরকার…

Skotch Award in the home of Bengal, the state government received the award for Cha Sundari project..

The Truth Of Bengal: আবারও পশ্চিমবঙ্গ সরকারের ঝুলিতে পুরষ্কার। এবার চা সুন্দরী প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড এল বাংলার ঘরে। আগামী ১০ই ফেব্রুয়ারি নিউ দিল্লিতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে।

বাংলার চা শ্রমিকদের জন্য গত ২০২০ তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন চা সুন্দরী প্রকল্প। অল্প দিনের মধ্যেই সেই প্রকল্প বেশ জনপ্রিয়তা পায়। রাজ্যে প্রায় ৩৭০টি চা বাগান আছে। সেখানে কাজ করেন তিন লক্ষাধিক চা-শ্রমিক। তাদের মধ্যে ৫০ শতাংশই নারী। এ চা-শ্রমিকদের সিংহভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাঁর এই প্রকল্প এবার স্বীকৃত হল স্কচ অ্যাওয়ার্ডে। দেশের আর কোনও রাজ্যের সরকার এভাবে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মাথায় ছাদের ব্যবস্থা করে দেয়নি, এমনটাই জানিয়েছেন আবাসন দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস।

এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য কর্মরত গৃহহীন শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য প্রায় ৩০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার।

Free Access