রাজ্যের খবর

বিজ্ঞান-নাসার প্রযুক্তির উন্নতি,মহাবিশ্বের নানা রহস্য উদ্ঘাটনের বিষয়ে নৈহাটিতে আয়োজন সেমিনার

Science and NASA seminar will be organized to naihati

The Truth of Bengal: ভারতীয় বিজ্ঞান সাধনায় অভাবনীয় উ্ন্নতি হয়েছে। সম্প্রতি নাসার প্রযুক্তির লক্ষ্যণীয় বিকাশ হয়েছে।মহাবিশ্বের নানা রহস্য উদ্ঘাটনের বিষয়ে আলোকপাত করতে নৈহাটিতে আয়োজন করা হবে সেমিনারের। ৫মার্চ ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে একদিনের আর্ন্তজাতিক মাণের সেই সেমিনারে  বিজ্ঞান সচেতন মানুষের বড় সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশ্বের রহস্য উন্মোচন করতে বিজ্ঞান এবং নাসা প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি” .নিয়ে একটি .সেমিনারের আয়োজন করা হয় নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে।

নাসার অভাবনীয় সাফল্যের কথা উঠে আসে এই সেমিনারে। নাসার নানা কর্মকাণ্ডের কথা ব্যাখা করেন,ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সিনিয়র রিসার্চার ও বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়।কিভাবে নাসার জেট প্রোপালশন ল্যাবরোটরি নাসার মিশনের ইনস্ট্রুমেন্ট বানিয়ে অসাধ্য সাধন করছে,অ্যাস্ট্রোফিজিকিক্সের নানা কর্মকাণ্ড উঠে আসে তাঁর কথায়।বিজ্ঞানের কঠিন চ্যালেঞ্জ কিভাবে আগামীদিনে করতে হতে পারে,তার সবিস্তার ব্যাখাও দেন গৌতম চ্যাটার্জি।

অন্যদিকে, কানাডার মনিটোব বিশ্ববিদ্যালয়ের দিকপাল গবেষক, ও বিশ্লেষক, অর্ক চ্যাটার্জি ,এক্স-রে অ্যাস্ট্রোনমির, অজানা নানা তথ্য তুলে ধরেন এই সেমিনারে।ব্ল্যাক হোলের শ্রীবৃদ্ধি থেকে চরম গ্রাভিটশনাল ও থার্মোডাইন্যামিক্যাল পরিবেশের বিষয়েও বিশপদে বিবরণ দেন এই আলোচনা চক্রে।এক্সরে স্যাটেলাইটের ভবিষ্যত বিকাশ ও সম্ভাবনার নানা দিক  নিয়ে এই আলোচনাচক্রে বিজ্ঞান সচেতন মানুষ সম্যক জ্ঞান লাভ করেন।একদিনের এই সেমিনার থেকে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন নিয়ে নাসার প্রযুক্তির নানা বিষয় পর্যালোচনা করা হয়.

Related Articles