রাজ্যের খবর
Trending

Big Breaking : সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, Exclusive Video-তে দাবি বিজেপি নেতার

Big Breaking : Sandeshkhali incident staged, BJP planned script, BJP leader claims in viral video

The Truth Of Bengal : সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই সাজানো ঘটনা। চিত্রনাট্য তৈরি করে সন্দেশখালিতে আগুন লাগানো হয়েছে। মানুষকে ক্ষিপ্ত করা হয়েছে। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। এই ঘটনার পিছনে শুভেন্দু অধিকারীর হাত রয়েছে এমন বক্তব্য উঠে এসেছে খোদ বিজেপি নেতার গলায়। একটি ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে।

একটি স্ট্রিং অপারেশনের ভিডিও। যেখানে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধার কয়াল বলছেন, সন্দেশখালি ঘটনা ক্রিয়েট করা হয়েছে। ওই বিজেপি নেতা বলেছেন তৃণমূল নেতাদের গ্রেফতারের জন্য মিথ্যে অভিযোগ করা হয়েছে। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছে বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। আরো বলেছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূলতৃণমূল নেতাদের গ্রেপ্তার না করালে আন্দোলন করা যাবে না ভোটেও দাঁড়ানো যাবে না।

লোকসভা নির্বাচনের জোরদার প্রচার চলছে রাজ্য জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা প্রতিদিন সন্দেশখালি নিয়ে রাজ্যকে আক্রমণ করে যাচ্ছে। ঠিক এই সময় ভাইরাল ভিডিওর সামনে এল। যেখানে খোদ বিজেপি নেতা বলছেন গোটা ঘটনা সাজানো।

স্ট্রিং অপারেশনে বিজেপি নেতা গঙ্গাধার কয়ালের কথোপকথন : 

একটা মহিলার কাছে তার সম্ভ্রম তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস আপনি ফলস কেস তাদের নাম নিয়ে তুলেছেন সারা জীবনের রিস্ক নিচ্ছেন আপনি আপনার বিরুদ্ধে যদি কেউ বলে আপনি কি দলে থাকবেন একটা মহিলার কাছে তার সম্মানটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করছেন মিথ্যা অভিযোগ করছেন আপনি।

বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল : রাজনীতির জন্য মিথ্যে অভিযোগের ছক্ কশা হয়েছে। মিথ্যে অভিযোগের তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু দা বলেছিলেন গ্রেপ্তার না করালে ভোটে দাঁড়ানো যাবেনা। শুভেন্দু অধিকারী টাকা এবং মোবাইল দিয়ে সাহায্য করেছে।
কমপ্লেইনগুলো দেওয়া হলে করেতে বলা হতো। শিবু শাহজাহানকে গ্রেফতার করাতে না পারলে আপনাদের এখানে টিকতে দেওয়া হবে না। তাই সব করে দেওয়া হতো। শুভেন্দু মোবাইল এবং টাকা দিয়ে সাহায্য না করলে সম্পূর্ণ বিষয়টি কোনভাবেই সম্ভব হতো না। আর এই পুরো গ্রেফতারির ঘটনাটি পদারতি করতেন তিনি নিজেই। আমাদের যা করতে বলা হত আমরা তাই করতাম।

অপর এক ব্যক্তি :  মেযেরা রেপ হয়নি কিন্তু তাদেরকে আপনারা বুঝিয়েছেন যার ফলে ওরা সবার সামনে এ কথা বলেছে।

উইলিয়াম বলে প্রোফাইলে গতকাল একটি ইউটিউব প্রোফাইল ক্রিয়েট করা হয়। যেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু বলে দুটো ভিডিও আপলোড করা হয়। যা বোঝা যাচ্ছে একটি স্প্রিং অপারেশন করা হয়েছে যেখানে জবা রানীসিংহ নামে এবং বিজেপির মন্ডল সভাপতির দুটি ভিডিও ভাইরাল হয়েছে।

জবা রানী সিংহ
আমি সারা জীবনের রিস্ক নিয়েছি। আমি তো বেশি পড়াশোনা করিনি। ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি। ছোট থেকে পড়াশোনা সুযোগ পাইনি। আমাকে একটা কাগজ দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল তাড়াতাড়ি এই কাগজটা তে সই করে দিন। তখন রাতের অন্ধকারে আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। চিঠির মধ্যে কি লেখা ছিল আমি কিছুই বুঝতে পারিনি।

Related Articles