সন্দীপ ঘোষের সুপ্রিম ধাক্কা! হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
Sandeep Ghosh's supreme push! The Supreme Court did not interfere in the High Court case

Truth Of Bengal: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা সন্দীপ ঘোষের। মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। এই মামলা হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পযায়ে আছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়, জানাল সুপ্রিম কোর্ট।
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় হাইকোর্টের দেওয়া নির্দেশই বহাল থাকবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে আছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির এই তদন্তভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম করতে আবেদন করে সন্দীপ ঘোষ। শুক্রবার সেই আবেদন খারিজ করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।