রাজ্যের খবর
বড় আগুন মোকাবিলা করতে রোবোটিক ফায়ার সার্ভিস : সুজিত বসু
Robotic fire service to tackle large fires: Sujit Basu

Truth Of Bengal: ভারী অগ্নি কান্ড সামাল দেওয়ার জন্য চারটে রোবোটিক ফায়ার ফাইটার কিনেছে দমকল দপ্তর। বিধানসভা অধিবেশনে জানালেন মন্ত্রী সুজিত বসু। অধিবেশনে তিনি আরো বলেছেন, এর জন্য এক কোটি ৯ লক্ষ ৭৪ হাজার টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে ৪ কোটি ৩৮ লক্ষ ৯৬ হাজার টাকা। ১৫ টা মোটরসাইকেল ইতিমধ্যেই কেনা হয়েছে। ছোটো জায়গায় ঢুকে যাতে জল দিয়ে আগুন নেভাতে পারে। রাজ্যে ১৬৪ টা ফায়ার স্টেশন রয়েছে। তারা পরিষেবা দিয়ে যাচ্ছে। যোট ১০হাজার ৫১ টা পদ আছে। এর মধ্যে ৩৭২৮ টা শূণ্য পদ আছে। সবার প্রথম অর্ধে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী।