রাজ্যের খবর

স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি, আনুমানিক ১৫ ভরি সোনা এবং নগদ ১ লক্ষ্য ২০ হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা

Robbery at school teacher's house

The Truth of Bengal: মালদার চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেস কাটতে না কাটতে আবার ডাকাতি। এবার মালদার বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি।

জানা যায়, ওই স্কুল শিক্ষকের নাম মোঃ উজির হোসেন। তিনি স্কুলের কর্ণধার। গত রাতে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের মুখ,হাত,পা বেধে রেখে আগ্নেয়স্ত্র দেখিয়ে চলে লুটপাট।

বাড়ির সদস্যদের বেধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। প্রায় ১৫ ভরি সোনা এবং নগদ ১ লক্ষ্য ২০ হাজার টাকা ও চারটি নামি দামি মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকাই কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণব নগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, একই কাদায় গত একমাস আগে মালদার ইংলিশ বাজারের লক্ষীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল।

Related Articles