মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে রাস্তা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে দমদমে ‘মহাপ্রভু চৈতন্যদেব সরণি’,
Roads named after Mahaprabhu Sri Chaitanyadev, 'Mahaprabhu Chaitanyadev Sarani' at the initiative of the Chief Minister,

The Truth Of Bengal: মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে রাস্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার একটি রাস্তা নামকরণ মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে করল কলকাতা পুরসভা। চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি এতদিন দমদম রোড নামে পরিচিত ছিল, এখন থেকে রাস্তাটির নাম হল ‘মহাপ্রভু চৈতন্যদেব সরণি’। খুশি চৈতন্য অনুরাগীরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
নবদ্বীপধাম গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থান হিসেবে পরিচিত। মহাপ্রভুর বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে কলকাতার পার্শ্ববর্তী স্থান পানিহাটি, খড়দা, বরানগরের নামগুলি সমান গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলি ছিল মহাপ্রভুর বিচরণক্ষেত্র। সেই এলাকায় এবার মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে রাস্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার একটি রাস্তা নামকরণ মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে করল কলকাতা পুরসভা। চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি এতদিন দমদম রোড নামে পরিচিত ছিল, এখন থেকে রাস্তাটির নাম হল ‘মহাপ্রভু চৈতন্যদেব সরণি’। খুশি চৈতন্য অনুরাগীরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
বাগবাজার গৌড়ীয় মঠের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে আর্জি জানানো হয় এই অঞ্চলের কোনও রাস্তা মহাপ্রভুর নামে করার জন্য। কয়েক বছর আগে কলকাতা পুরসভাকে এ ব্যাপারে আবেদনপত্র দেয় মঠ কর্তৃপক্ষ। ওই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজারে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উদ্বোধন করতে এসে কলকাতা পুরসভাকে চৈতন্যদেবের নামে একটি রাস্তার নামকরণে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে অবশেষে শ্রীচৈতন্যদেবের নামে একটি রাস্তার নামকরণ করা হল। খুশি চৈতন্য অনুরাগীরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
বরাহনগর ও বাগবাজার পার্শ্ববর্তী সব রাস্তা হেরিটেজ তকমাপ্রাপ্ত। তাই এই রাস্তাগুলির নাম পরিবর্তন করার সুযোগ নেই। সেইজন্য চিড়িয়ামোড় থেকে দমদম পর্যন্ত দমদম রোড রাস্তাটিকে চিহ্নিত করা হয়। ওই রাস্তার নাম দেওয়া হয় ‘মহাপ্রভু চৈতন্যদেব সরণি’। বাগবাজার গৌড়ীয় মঠের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পুরসভার এই কাজকে চৈতন্য অনুরাগীর সাধুবাদ জানিয়েছেন।
Free Access