রাজ্যের খবর

ধান কাটার মরশুমে কাদা জমে বিপর্যস্ত রাস্তা, কোদাল হাতে নেমে পড়লেন কৃষি কর্মাধ্যক্ষ

Roads are in a state of disarray due to mud during the paddy harvesting season, and the agricultural superintendent went down with a spade in hand.

Truth of Bengal: দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: ধান কাটার মরশুমে ব্যস্ত সময় পার করেছেন চাষিরা। মাঠ থেকে হারভেস্টার মেশিনে ধান কেটে ট্রাক্টরে করে তা খামারে নিয়ে যাওয়া হয়েছে জোর কদমে। কিন্তু এই প্রক্রিয়ায় গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উপর পড়ছে চরম দুর্ভোগের ছাপ।

ট্রাক্টর ও হারভেস্টারের চাকা বেয়ে কাদামাটি উঠে আসছে মূল সড়কে। আর বর্ষার জলে তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। পিচ ঢালা রাস্তা ঢেকে যাচ্ছে মাঠের মাটিতে, সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা ও চলাচলে বাধা। এই পরিস্থিতিতে প্রশাসনিক নিষ্ক্রিয়তার বদলে স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিল রোহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চলের ধোবাশোল থেকে কাশিডাঙ্গা পর্যন্ত রাজ্য সড়কের উপর জমে থাকা কাদা পরিষ্কার করতে নিজেই কোদাল হাতে নেমে পড়লেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাত।

তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি নির্মল নায়েক, লক্ষ্মীকান্ত ঘোষ, অশোক মাহার, গৌর নায়েক সহ অন্যান্য স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। রাস্তার উপর জমে থাকা মাটি সরিয়ে চলাচলযোগ্য করে তোলা হয় এলাকাবাসীর জন্য। এই মানবিক ও কার্যকরী পদক্ষেপে রোহিনী অঞ্চল জুড়ে প্রশংসার সুর শোনা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের প্রতি।

Related Articles