রাজ্যের খবর

অষ্টমীর রাতে হেলমেট ছাড়াই মোটরবাইকে দুরন্ত ভ্রমণ, গতির বলি ২

Jalpaiguri road accident

The Truth of Bengal: বারবার সচেতন করা সত্ত্বেও থোড়াই কেয়ার মনোভাব। যার মূল্য চোকাতে হল প্রাণ দিয়ে। অষ্টমীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মৃতদের নাম সুরজিৎ ডাকুয়া ও পল্লব দাস। ঘটনাটি ঘটেছে, ডুয়ার্সের মেটেলি ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের টিলাবাড়ি চা দোকান এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত প্রায় ১১ টা নাগাদ  দুই যুবক একটি মোটরবাইকে করে বাতাবারি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে টিলাবাড়ি চা দোকান এলাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে টিনের বেড়া ও কাঁঠাল গাছে জোরে ধাক্কা মারে। বাইক সহ দুই যুবক ছিটকে পড়ে রাস্তার ধারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের।

খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে স্থানীয় জনগণের সহযোগিতায় অন্য যুবককে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে। সোমবার দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত দুই যুবকের বাড়ি, ময়নাগুড়ি টেকাটুলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে ওই দুই যুবক হেলমেটহীন অবস্থায় ছিল। এবং মোটরবাইকটি দুরন্ত গতিতে যাচ্ছিল।

Related Articles