রাজ্যের খবর

কুম্ভ থেকে ফেরার পথে গলসিতে পথ দুর্ঘটনা, আহত প্রায় ২৭ জন পুণ্যার্থী

Road accident in Galsi on way back from Kumbh, nearly 27 injured

Truth Of Bengal: কুম্ভস্নান করে ফেরার পথে গলসির বড়মুড়িয়ায় পথ দুর্ঘটনা কবলে পড়ল পুণ্যার্থীদের বাস। ঘটনায় মহিলা পুরুষ মিলিয়ে আহত প্রায় ২৭ জন। তাদের মধ্যে গুরুতর আহত আটজন। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ শে ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে একদল পুণ্যার্থী কুম্ভস্নান করার উদ্দেশ্যে বের হয়। প্রথমে তারা গয়ায় যায়, তারপর বেনারস ঘোরার পর কুম্ভস্নানের উদ্দেশ্যে রওনা দেয়।

এরপর কুম্ভস্নান করার পর বুধবার সকাল ১০:৩০মিঃ পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বড়মুরিয়া ১৯ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। সেই ধাক্কায় ট্রাভেলার বাসটি পাল্টি খায়। এর ফলে জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পূন্ন্যার্থীদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।

Related Articles