চাল চুরির অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে!
Rice theft charges against primary school teacher!

Truth of Bengal: এবার চাল চুরির অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মন্ডলিকা প্রাথমিক বিদ্যালয় এর। বিদ্যালয়ে রান্নার কাজে যুক্ত থাকা সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের চাল চুরির প্রতিবাদ করলে তাদের শ্লীলতাহানি করে দেওয়ার হুমকি দেয় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক।
দীর্ঘদিন ধরেই চলে আসছিল এই ধরনের কুকীর্তি। অবশেষে সোমবার দুপুরে স্বাসাহেক দলের মহিলারা অভিযুক্ত শিক্ষককে দড়ি বেঁধে বিদ্যালয় থেকে টানতে টানতে নিয়ে যায়। অবশেষে কেশপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্ত এই শিক্ষককে। ইতিমধ্যেই গ্রামবাসীরা সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ রান্নার সময় নিম্নমানের সবজি দিয়ে মিড ডেবিল তৈরি করতে বাধ্য করাতো প্রধান শিক্ষক।
পাশাপাশি জ্বালানির কাঠ না থাকলে মেয়েদের শাড়ি খুলে উনুনে দিয়ে রান্না করতে বলতেন এই অভিযুক্ত শিক্ষক। প্রতিবাদ করলে তাদেরকে বলা হতো রাস্তায় ফেলে শীলতাহানি করে দেওয়া হবে। দিন ধরে প্রধান শিক্ষক অত্যাচার করত সহসায়ক দলের কর্মীদের। গ্রামবাসীদের অভিযোগ, অবিলম্বে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই বলেন এই ধরনের অভিযোগ পুলিশ তদন্ত করে দেখবে, যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে।