দেশের ডাকে সাড়া দিয়ে অসুস্থ সন্তানকে ফেলে সীমান্তে পাড়ি জলপাইগুড়ির সেনা জওয়রনের
Responding to the country's call! Army soldier leaves sick child at the border

Truth of Bengal: জলপাইগুড়ির এথেলবাড়ির বাসিন্দা সেনা জওয়ান প্রদীপ প্রধান। তিনি বর্তমানে পাঞ্জাবের পঞ্চকুল্লা এলাকায় কর্মরত। দেশের সংকটময় মুহূর্তে অসুস্থ সন্তান ও পরিবারের চিন্তা ত্যাগ করে সীমান্তে নিজের কর্তব্য পালনে ফিরে গিয়েছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতের জেরে দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি থাকায় সেনাদের ছুটি বাতিল হয়েছে।
প্রদীপ প্রধান আগে থেকেই ছুটিতে ছিলেন, কারণ তার ছোট ছেলে প্রিয়াস কিডনি সমস্যায় ভুগছে। তার মাত্র একটি কিডনি রয়েছে। জুন মাসে তার চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। বড় ছেলে পিয়াস পড়ে দশম শ্রেণিতে। এই সময় ছেলেদের নিয়ে তাঁর স্ত্রী ইন্দিরা রয়েছেন মায়ের বাড়িতে। গোটা পরিবার বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
প্রদীপের স্ত্রী ইন্দিরা বলেন, ‘দেশ আগে, এই বিশ্বাসেই স্বামীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। কিন্তু চিন্তা তো থেকেই যায়।’ বড় ছেলে পিয়াসের কথায়, ‘বাবা সীমান্তে আছেন, এটা ভেবেই মন খারাপ হয়। তবে যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়।’ এই কঠিন পরিস্থিতিতে বৃদ্ধ মা-বাবা সহ পরিবারের সকলে দেশের প্রতি সেনার কর্তব্যে গর্বিত, আবার উৎকণ্ঠায় জর্জরিত। তাঁদের একটাই প্রার্থনা—দেশ সুরক্ষিত থাকুক, আর সেনারাও নিরাপদে ফিরুন।