
The Truth of Bengal: কুলটির কদোভিটা পুরানডি এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ জনকে গ্রেফতার করেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩টি বাইক সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমান ডিউটি করার সময় পুলিশের বিশেষ সূত্রে খবর পাওয়া যায়, কদোভিটা পুরানডি গ্রামের মাঠে ১০ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।
পুলিশের মোবাইল গাড়ি ওই দলটিকে ধাওয়া করে। পালানোর চেষ্টা করলেও পুলিশ সাতজনকে ধরে ফেলে।ধৃতরা হলেন মনোজ সোরেন (৩৫), শান্তিময় দাস (৩৭), কিশোর মুর্মু (৩০), পীযুষ পাশওয়ান (২২), আশীষ কুমার (৩১), ধর্মেন্দ্র সাউ (৩০) ও মহেশ চৌহান (২৮)।
ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক, একটি ভোজালি, একটি ধারালো ছুরি, একটি লোহার রড, একটি লোহার চেন, একটি বাঁশের লাঠি ও একটি লাইলন দড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করে, তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করে বুধবার আসানসোল আদালতে তোলা হয়।