রাজ্যের খবর

হুগলিতে পৌরসভার উদ্যোগে সংস্কার শুরু উর্দু প্রাইমারি স্কুলের, আনন্দিত ছাত্র-ছাত্রী

Renovation of Urdu Primary School started by municipality in Hooghly, happy students

The Truth Of Bengal: হুগলি চাঁপদানী পৌর উদ্যোগে সংস্কার করা হল উর্দু প্রাইমারি স্কুল। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্কুলের সংস্কারে অত্যন্ত আনন্দিত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা।

সূত্রের খবর, বুধবার চাঁপদানী পৌরসভার ৪ নং ওয়ার্ড এর ১ নং নুরী লেনে অবস্থিত প্রাথমিক উর্দু স্কুল। এটি এতদিন ধরে পরিত্যক্ত ভগ্নপ্রায় এবং অব্যবহারযোগ্য হয়ে পড়েছিল সেই প্রাথমিক উর্দু বিদ্যালয়ের সংস্কার এবং সুস্থ সাবলীল পরিবেশ যুক্ত নবরূপ দিলেন চাঁপদানি পৌর প্রধান সুরেশ মিশ্র। এই নব উন্নয়ন ও সংস্কার কার্যে পৌর প্রধানকে নিয়মিত তথ্য জমা করতে এবং জানানকারী দিতে সাহায্য করেছেন কাউন্সিলর জাকির হোসেন এবং তার বিশেষ অনুরোধ শুনে, এবং উর্দু ভাষীর বিদ্যা গ্রহণে সচেতনতা গ্রহণ করে সক্রিয় পদক্ষেপ নেন পৌরপ্রধান।

এই সংস্কার হেতু পৌরসভা কর্তৃক সঞ্চিত অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। উক্ত পৌর এলাকার অন্যান্য কাউন্সিলরদের সহমতে এবং প্রচেষ্টায় স্কুলের দ্রুত সংস্কার করা হয়। সংস্কার হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় স্কুলের নবরূপ উদ্বোধন করেন চাঁপদানীর বিধায়ক শ্রীঅরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র মহাশয়গন। এই ব্যাপারে সক্রিয় ভূমিকায় ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলর এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বর্গ। উক্ত পৌর এলাকার ওয়ার্ড কাউন্সিলারের তথ্য জানানকারী সম্পর্কে বিশেষ প্রশংসা করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ ব্যাপারে বিধায়ক শ্রীযুক্ত অরিন্দম গুইন যথেষ্ট সক্রিয় পদক্ষেপ নেন এবং পাশে থাকেন। উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মিশ্র,রমেশ সাউ,সুরোজকুমার গুপ্তা, মহাশয়া। প্রাথমিক পর্বে প্রদীপ প্রজনন পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে অতিথিবর্গ কে সম্মাননা জানানো হয় এরপর ফিতে কেটে উদ্বোধন করা হয় সংস্কারিত নবরূপ উর্দু প্রাথমিক বিদ্যালয় এর দ্বার।

FREE ACCESS

Related Articles