কলকাতারাজ্যের খবর

টানা বৃষ্টিতে স্বস্তি, দক্ষিণবঙ্গে ঝড়ের আশঙ্কা

Relief from continuous rain, storm threat in South Bengal

Truth Of Bengal: এপ্রিলের শেষ সপ্তাহ জুড়ে বৃষ্টির দাপট টের পেয়েছে দক্ষিণবঙ্গ। মে মাসের শুরুটাও একই ছন্দে শুরু হয়েছে। শনিবার থেকে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমের দাবদাহ থেকে স্বস্তি এনে দিয়েছে। যদিও বৃষ্টিপাত ছাড়াও কোথাও কোথাও ঝড়-বৃষ্টির প্রকোপে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কিছু জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি — এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যাবেলা বেশ কিছু জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

একের পর এক বৃষ্টির ফলে পারদ অনেকটা নামায় গরমের দাপট আপাতত নিয়ন্ত্রণে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা রবিবার পর্যন্ত নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি — এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব এলাকায়ও।

সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে বিকেল ও সন্ধ্যের দিকে ঝড়বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা। ফলে খোলা জায়গায় কাজকর্মে কিছুটা সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

Related Articles